May 2018

ডিম-প্রেমিকদের জন্য রয়েছে সুখবর। ইউনিভার্সিটি অফ সিডনি থেকে সম্প্রতি একটি গবেষণার ফল প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে ডিমের কুসুম খেলে কোনও ক্ষতি নেই।

এত দিন বলা হয়েছে যে, ডিমের কুসুম স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। দিনে ৪টে ডিম খাওয়া যায় আনায়াসেই, কিন্তু ওই কুসুম বাদ দিয়ে।
কিন্তু ডিম-প্রেমিকদের মনের কথা একটাই— ডিমের কুসুমই যদি না খাওয়া যায়, তা হলে আর জীবনে থাকল কী?
সেই সব ডিম-প্রেমিকদের জন্যই রয়েছে সুখবর। ইউনিভার্সিটি অফ সিডনি থেকে সম্প্রতি একটি গবেষণার ফল প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে, ডিমের কুসুম খেলে কোনও ক্ষতি নেই।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক, নিক ফুলার জানিয়েছেন যে, ডিমে প্রয়োজনীয় প্রোটিন ও মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে যা চোখ, হৃদপিণ্ড, ধমণীকে সুস্থ রাখতে সাহায্য করে।
কিন্তু, ডিমের কুসুম খেলে অন্য খাবারের প্রতি খানিক সংযোগ দেখাতেই হবে, বলে জানিয়েছেন গবেষক নিক ফুলার। তাঁদের গবেষণা অনুযায়ী, সম্পূর্ণ ডিম খেলে, খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে স্যাচুরেটেড ফ্যাট (যেমন মাখন)। তার বদলে খাওয়া যেতে পারে মোনো-আনস্যাচুরেটেড ও পলি-আনস্যাচুরেটেড ফ্যাট (অলিভ ওয়েল)।
মোদ্দা কথা, ডিম খাওয়া স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত জরুরি। কারণ এতে রয়েছে নানা ভিটামিনের সমাহার। শুধু মনে রাখতে হবে, কী ভাবে রান্না করা হচ্ছে আপনার প্রিয় খাদ্য বস্তুটি।

গত সপ্তাহেই চিনে মুক্তি পেয়েছিল এই মোবাইল ফোনটি। মুক্তির পরেই ব্যাপক জনপ্রিয় হয়ে গিয়েছে এমআই সিরিজের এই ফোনটি।

Xiaomi Redmi S2 to be launched in India in June dgtl
আসছে নতুন ফোন। প্রতীকী ছবি—শাটারস্টক

চিনের পর এবার ভারতে পা রাখতে চলেছে বহু প্রতীক্ষিত মোবাইল জায়ামি রেডমি এস২। রেডমি ইন্ডিয়া কোম্পানির তরফে থেকে টুইট করে মোবাইলের টিজার প্রকাশ করা হয়েছে। সেখানেই বলা হয়েছে জুন মাসের ৭ তারিখ পাকাপাকি ভাবে ভারতে মুক্তি পেতে পারে জায়ামি রেডমি এস২।

গত সপ্তাহেই চিনে মুক্তি পেয়েছিল এই মোবাইল ফোনটি। মুক্তির পরেই ব্যাপক জনপ্রিয় হয়ে গিয়েছে এমআই সিরিজের এই ফোনটি। অনুমান করা হচ্ছে, ভারতের বাজারে এই ফোনটির দাম হতে পারে ৮,৯৯৯ টাকা। এমনটাই জানা গিয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী।

ফোনটির ইনটারনাল স্টোরেজ থাকবে ৩২ জিবি ও র‌্যাম থাকবে ৩ জিবি। ফোনের সাইজ ৫.৯৯ ইঞ্চি। থাকছে এইচডি ডিসপ্লে।
মোবাইলের আর এক সিরিজের ইনটারনাল স্টোরেজ থাকবে ৬৪ জিবি ও র‌্যাম থাকবে ৪ জিবি। এক্ষেত্রে দাম শুরু হতে পারে ১৩ হাজার টাকা থেকে, বলে জানা গিয়েছে।
সেলফি ফোন হিস‌েবে মোবাইলের ক্যামেরায় থাকছে বৈচিত্র। ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং প্রাইমারি ক্যামেরায় থাকছে দুটি সেন্সর। ১২ ও ৫ লেন্স যুক্ত মেগাপিক্সেলের এই দুটি সেন্সরের মাধ্যমে ছবির আকর্ষণীয়তা বাড়বে। ব্যাটারি ক্ষমতা থাকছে ৩০৮০ এমএএইচ।
এমআই সিরিজে এর আগের মোবাইলগুলি ভারতের বাজারে যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। সেই দিকে তাকিয়েই কোম্পানির কর্তারা সেলফি ফোনের বাজার ধরতে এই ফোন এনেছেন বলে মনে করা হচ্ছে।


এহেন সানি জন্মদিনে উপহার পেলেন একটা লোভনীয় ডোনাট-কাপকেক! কিন্তু জানেন কি কে দিয়েছেন এই উপহার? শুনলে চমকে জাবেন! সানিকে কাপকেক দিয়েছেন খোদ তাঁর জিম ট্রেনার লিয়ান ওয়েনজেল! জন্মদিনের দিন একটু ছাড় দিলেন আর কী! আর লিয়ানের থেকে কেক পেয়ে উচ্ছ্বসিত সানি! কেক-এর সঙ্গে পোজ দিয়ে ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রামে!



এই মুহূর্তে পিরিয়ড ড্রামা 'ভীরামাদেবীর'র শুটিং-এ ব্যস্ত সানি লিয়ন। এই প্রথম তামিল ছবিতে কাজ করছেন তিনি। তাঁ জন্মদিনের দিন, ছবির প্রযোজনা সংস্থা রিলিজ করল ছবির টিজার ও পোস্টার।



বিতর্ক তুলতে বড্ড পছন্দ করেন কঙ্গনা রানাওয়াত ৷ কখনও মন্তব্য করে, তো কখনও পোশাকে, ব্যবহারে এমন কিছু করে দেন কঙ্গনা, যে চারিদিকে হইচই পড়ে যায় ৷ কান চলচ্চিত্র উৎসবে পৌঁছে ঠিক এমনটাই করে বসলেন তিনি ৷ আর যা নিয়ে তোলপাড় শুরু হল ইন্টারনেট দুনিয়ায় ৷

গপ্পোটা হল, কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে নিজেদের ফ্যাশনকে দুনিয়ার সামনে তুলে ধরতে সদা প্রস্তুত বলিউডের নায়িকারা ৷ ঐশ্বর্য থেকে সোনম, দীপিকা থেকে মল্লিকা শেরাওয়াত, সবাই নিজের মতো করে হাজির হন কান চলচ্চিত্র উৎসবে ৷ ঠিক তেমনিই এবার কানে গিয়েছেন কঙ্গনা রানাওয়াত ৷ একেক দিন পরছেন একেক রকম পোশাক ৷ এই অবধি সব ঠিকই চলছিল, তবে সম্প্রতি কানে ‘স্তন’ খোলা পোশাক পরে বিতর্ককে উসকে দিলেন কঙ্গনা ৷ কঙ্গনার পোশাক প্রকাশ পাওয়া মাত্র নেটিজেনরা হাত-ধুয়ে পড়ে গেল তাঁর পিছনে ৷ ইনস্টাগ্রামে ছবি আপলোড করতেই একে একে নেটিজেনরা শুরু করেন কু-মন্তব্য ৷ তবে এই সবকেই একেবারেই পাত্তা দেননি কঙ্গনা৷ বরং নিজের ফ্যাশন দিয়ে তাক লাগাতে ব্যস্ত বলিউডের ক্যুইন !




সোমবার সকাল ১১টার মধ্যেই কলকাতা সহ বিভিন্ন জেলায় ধেয়ে আলতে চলেছে ঝড় । ঝড়ের পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ । সতর্কতা রয়েছে দুই বর্ধমানে, হাওড়া, হুগলিতেও । ৬০ কিলোমিটার বেগে ঝড় আসচে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে ।
পূর্ব বিহার-ওড়িশা নিম্নচাপ অক্ষরেখা বরাবর গাঙ্গেয় পঃবঙ্গের উপর দিয়ে বিস্তৃত নিম্নচাপের কারণেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে । এর ফলেই রাজ্যজুড়ে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে জানানো হয়েছে জানিয়েছেব আলিপুর আবহাওয়া দফতর ।
সকালে থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কিছু কিছু জেলায় । নদিয়া, বহরমপুর, পুরুলিয়াতে বৃষ্টি হচ্ছে ।

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.